ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪১, ১৯ জুন ২০২৩

গাজীপুরের টঙ্গী ও কোনাবাড়িতে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে দুটি পোশাক কারখানা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

সোমবার দুপুরে গাজীপুরের কোনাবাড়িতে ফাইজা নামে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে।

ওই কারখানায় সকাল থেকেই বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়কে নেমে অবরোধ সৃষ্টি করে। 

এদিকে টঙ্গীতে সকালে একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘন্টা  অবরোধ করে রাখে শ্রমিকরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি