ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ১৯ জুন ২০২৩

ব‌রিশালের গৌরনদী‌তে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র তাজিম খান নিহ‌তের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক অব‌রোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় চালকের শা‌স্তি ও ক্ষ‌তিপূরণ দাবি করেন তারা।

সোমবার দুপুর সা‌ড়ে ১২টা থে‌কে ঘন্টাব‌্যাপী ব‌রিশাল নগরীর হা‌তেম আলী ক‌লেজ চৌমাথায় এই অবরোধ করে তারা। কর্মসূচি বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

শিক্ষার্থীরা জানান, বাস মালিক সমিতি এ ঘটনার পর নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি বরং তারা দুর্ব্যবহার করেন। যে কারণে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হন। 

পরে পুলিশ এসে বাস মালিক সমিতির সঙ্গে বৈঠক করে  বিচারের আশ্বাস দিলে মহাসড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। 

এদিকে মহাসড়ক অব‌রো‌ধের ফ‌লে দুই প্রা‌ন্তে যানজ‌টের সৃ‌ষ্টি হয়। এক পর্যা‌য়ে পু‌লি‌শের আশ্বা‌সে শিক্ষার্থীরা অব‌রোধ তু‌লে নিলে যান চলাচল শুরু হয়।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ফজলুল করিম জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক ছিল। আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ায় তারা আপাতত কর্মসূচি স্থগিত রেখেছে।

উল্লেখ্য, ১৮ জুন রোববার বরিশালের গৌরনদীতে ডলফিন পরিবহনের ধাক্কায় নিহত হন কলেজছাত্র তাজিম খান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি