ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

প্রতিদিনই বাড়ছে পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১৩:৫০, ২১ জুন ২০২৩

ভারি বর্ষণ ও উজানের ঢলে বাড়ছে দেশের বিভিন্ন জেলার নদ-নদীর পানি। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ফসলের জমি। বিশুদ্ধ পানি, খাবারসহ দুর্ভোগে নদী পাড়ের মানুষ। 

পাহাড়ী ঢলে প্রতিদিনই বাড়ছে পানি। সুনামগঞ্জের সবকটি নদ-নদীর পানি বাড়ায় দুর্ভোগে স্থানীয়রা

জেলার ঘোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ছাতকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাছের ঘের, ফসলি জমি  নিয়ে শংকায় স্থানীয়রা । 

পানি বৃদ্ধি অব্যাহত আছে উত্তরের তিন জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধায়। 

লালমনিরহাটে ডুবেছে রাস্তাঘাট, তলিয়েছে ফসলের ক্ষেত। পানিবন্দি ৫ উপজেলার অন্তত ৫ হাজার পরিবার।

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ সবকটি নদ-নদীর পানিও বাড়ছে। উলিপুর ও সদর উপজেলার চরাঞ্চলের ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে।

গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ঘাঘট নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। 

সিরাজগঞ্জে যমুনার পানিবৃদ্ধির সাথে বেড়েছে ভাঙনও। এনায়েতপুরের চাঁনপুর, ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, পাড়া মোহনপুর ও হাঁট পাচিলে নদীর ভাঙনে বিলিন হচ্ছে ঘর-বাড়ি। ডুবে গেছে রাস্তাঘাট।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি