ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুয়াকাটাকে পর্যটন বান্ধব করার লক্ষ্যে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩১, ২২ জুন ২০২৩

Ekushey Television Ltd.

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে পর্যটন বান্ধব করে তোলার লক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল দশটায় পৌরসভা মিলনায়তনে টুরিস্ট পুলিশ ও কুয়াকাটা পৌরসভার উদ্যোগে এবং মাল্টি পার্টি এ্যাডভোকেসি ফোরামের সহযোগিতায় এই সভা হয়।

পৌর মেয়র আনোয়ার হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা টুরিস্ট পুলিশের এডিশনাল এসপি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা, পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লী।

এসময় সাংবাদিকসহ কুয়াকাটার পর্যটন শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে আরও পর্যটন বান্ধব করে তোলার লক্ষে বিভিন্ন প্রস্তাবনা এবং পরিকল্পনা  ব্যক্ত করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি