ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে ট্রাক চাপায় বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৬

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৮, ২২ জুন ২০২৩

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় ট্রাক চাপায় একজন বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও ৬ বিজিবি সদস্য আহত হয়েছেন।

 বৃহস্পতিবার ভোর ছয়টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকার বিকে বাড়ি সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্য হলো শাহিদুর রহমান। এঘটনায় আহত হয়েছেন বিজিবি ৬ সদস্য। তাদেরকে রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম জানান, ভোর সাড়ে ছয়টায় গাজীপুরের হোতাপাড়ায় কর্মরত বিজিবি সদস্যরা পিইটি করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে রাজন্দ্রেপুর ফায়ারিং রেঞ্জে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি সদস্যদের চাপা দেয়। 

এতে গাজীপুরে কর্মরত নায়েক সাহিদুর রহমান নিহত এবং আরও ৬ জন বিজিবি সদস্য আহত হন। নিহত বিজিবি সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এঘটনায় চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি