ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাদারীপুরের কালকিনিতে ইজিবাইক চাপায় নারীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৬, ২২ জুন ২০২৩

Ekushey Television Ltd.

মাদারীপুরের কালকিনিতে ব্যাটারী চালিত ইজিবাইকের ধাক্কায় রাশিদা বেগম(৫৫)নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি-ভুরঘাটা সড়কের ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশিদা বেগম (৫৫) কালকিনি পৌরসভার পূর্ব মিনাজদী গ্রামের রহমান হাওলাদারের স্ত্রী।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২ টার সময় রাশিদা ব্রাক অফিসের কাজ শেষে রাস্তা পার হতে গেলে ভুরঘাটা থেকে কালকিনিগামী ব্যাটারী চালিত একটি অটো রিকশার সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হন।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আহত রাশিদার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় অটোরিক্সা সহ চালককে আটক করেছে কালকিনি থানা পুলিশ।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি