ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৭, ২৪ জুন ২০২৩

Ekushey Television Ltd.

কক্সবাজারের রামুতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ রামু ক্রসিং থানার ওসি মো. মেজবাহ উদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ছড়ারকূল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত আব্দুল মোনাফ (৯০) রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ছড়ারকূল এলাকার মৃত ফকির আহম্মদের ছেলে।

স্থানীয়দের বরাতে মেজবাহ উদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যায় শহীদ এটিএম জাফর আলম সড়কের রামু উপজেলার চেইন্দা ছড়ারকূল এলাকায় স্থানীয় এক মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। এক পর্যায়ে সড়ক পার হওয়ার সময় টেকনাফমুখি একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। 

ওসি আরও বলেন, এসময় স্থানীয়রা মোটরসাইকেলটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আব্দুল মোনাফকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি