ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, নিহত ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ২৪ জুন ২০২৩ | আপডেট: ১৩:২৯, ২৪ জুন ২০২৩

ফরিদপুরের ভাঙ্গায় মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত ৭ জন। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে এ্যাপ্রোচ সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগার পরে কোনো কারণে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ৫ জন নিহত হয়। আগুনে মরদেহ পুড়ে যাওয়ায় নিহতের সংখ্যা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পরে এ বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি