ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

এবারের ঈদ যাত্রা চ্যালেঞ্জিং: আইজিপি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৫, ২৪ জুন ২০২৩

গত ঈদের চেয়ে এবারের ঈদ যাত্রা চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

শনিবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। 

আইজিপি বলেন, গতবার মহাসড়কে শুধু ঘরে ফেরার যাত্রীরা ছিলেন। এবার যাত্রীদের সাথে রয়েছে পশুবাহী যানবাহন এবং ফলবাহী যানবাহন। 

পুলিশ মহাপরিদর্শক বলেন, নির্ধারিত সময়ে সাধারণ মানুষ যেন গন্তব্যে যেতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে একসঙ্গে কাজ করছে। 

এসময় তার সঙ্গে হাইওয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

গাজীপুর মেট্রোপলিট পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, টঙ্গী ব্রিজ হতে রাজেন্দ্রপুর অংশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিদিন গড়ে প্রায় ৫০-৬০ হাজার বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। ইতিমধ্যে উত্তরার আজমপুর থেকে টঙ্গী কলেজগেট পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ উড়াল সেতু চালু হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি