ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশী নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫১, ২৫ জুন ২০২৩

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটুত এলাকায় ডাকাতের গুলিতে মো. হারুন (৪২) নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় সোয়েটু এলাকার মিডল্যান্ডসে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতদের হামলার শিকার হয়ে প্রাণ হারান এ বাংলাদেশী। 

নিহত মো. হারুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড দীঘিরপাড় এলাকার আবিদ মিয়ার ছেলে। ৭ ভাই ও ১ বোনের মধ্যে সবার ছোট ছিলেন হারুন।

নিহতের পরিবারের বরাত দিয়ে প্রতিবেশী ও স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. হানিফ বলেন, নিজের বড়ভাইদের মধ্যে দুজন আফ্রিকায় থাকার সুবাধে এবং জীবিকার সন্ধানে গত ৮ বছর আগে আফ্রিকায় যান হারুন। সেখানে ভাইদের সহযোগিতায় সোয়েটুত এলাকায় নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। শনিবার সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন হারুন। এসময় কয়েকজন অস্ত্রধারী ডাকাত তার প্রতিষ্ঠানে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। ডাকাত দল এলোপাতাড়ি গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে আহত হন হারুন। 

পরে ডাকাতরা চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারাগওয়ানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।

এদিকে হারুনের অকাল মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন হারুনের স্ত্রী, বাবাকে হারিয়ে এতিম হয়ে পড়েছেন  এক ছেলে ও এক মেয়ে। 

হারুনের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।

প্রসঙ্গত, গত ৮ বছরে দুই বার দেশে এসে ঘুরে গেছেন হারুন। সবশেষ ২০২০ সালে বাংলাদেশে আসার পর কয়েক মাস থেকে পুনরায় আবারও আফ্রিকায় চলে যান তিনি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি