ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

লক্ষ্মীপুর পৌরসভার ১১৫ কোটি টাকার বাজেট ঘোষণা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২০, ২৫ জুন ২০২৩ | আপডেট: ১৪:২৫, ২৫ জুন ২০২৩

লক্ষ্মীপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরে ১১৪ কোটি ১৫ লক্ষ ২৫ হাজার ৩৩৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার (২৫ জুন) দুপুরে জনতার ঘর সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরউদ্দিনন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইটিসি ও শিক্ষা) মেহের নেগার, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল, সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা বিএমএ সভাপতি আশফাকুর রহমান মামুনসহ পৌরসভার কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব আয় উপাংশ-১ ধরা হয়েছে ৩৫ কোটি ২ লাখ ২৬ হাজার ৯৯২ টাকা এবং রাজস্ব আয় (পানি) প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ১৯ কোটি ৪৬ লাখ ৬৯ হাজার ২০০ টাকা। সবমিলিয়ে ১১টি খাতে প্রস্তাবিত বাজেট ১১৪ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৩৩৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

এমএম//    


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি