ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

কালকিনি প্রেসক্লাবের সভাপতি শহিদুল, সম্পাদক আশরাফুর

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৫, ২৫ জুন ২০২৩

মাদারীপুরের কালকিনি উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কালকিনি প্রেসক্লাবের ২১তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জুন) কালকিনি প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আগামী এক বছরের জন্য মো. শহিদুল ইসলাম(দৈনিক যায়যায়দিন) কে সভাপতি ও আশরাফুর রহমান হাকিম (দৈনিক সংবাদ) কে সাধারণ সম্পাদক ও রকিবুজ্জামান (একুশে টেলিভিশন) কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটিসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কালকিনি প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান দুলালের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান শিশির। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন এটিএন নিউজের জেলা প্রতিনিধি এডভোকেট জহিরুল ইসলাম খান,বিটিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি
মনিরুজ্জামান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দাতাসদস্য কালকিনি পৌরসভার প্রতিষ্ঠাতা পৌর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,সাবেক পৌর মেয়র মো. এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, সাবেক সাধারন সম্পাদক ইলিয়াস হোসেন, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি শিক্ষক হরিপদ দাস, রফিকুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সম্মেলনে আগত আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে কালকিনি প্রেসক্লাবের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি আগামীতে প্রেসক্লাবের সাফল্য ও উন্নতি কামনা করেন।

নতুন কমিটির কার্য নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সিনিঃ সহ-সভাপতি মো. জাকির হোসেন, সহ-সভাপতি আবু সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন ওয়াসিম, অর্থ সম্পাদক মো. রায়হান আহমেদ, দপ্তর সম্পাদক জাহিদ হোসেন, প্রচার সম্পাদক রমিজ হোসেন, সমাজসেবা সম্পাদক তরিকুল ইসলাম সুজন, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা খানম। 

এছাড়াও কার্যকরী সদস্যরা হলেন মো. মিজানুর রহমান, রফিকুল ইসলাম মিন্টু, আসাদুজ্জামান দুলাল, রাজিব হোসেন ও ইব্রাহিম সবুজ।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি