ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সন্দ্বীপের শিক্ষার্থীদের বিনামূল্যে ঈদযাত্রা শুরু সোমবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৩, ২৫ জুন ২০২৩

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের শিক্ষার্থীদের জন্য ঈদে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। হিউম্যান ২৪ নামক একটি সেচ্ছাসেবী সংগঠনের নেয়া এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্দ্বীপের শিক্ষার্থীরা কুমিরা-গুপ্তছড়া নৌ-রুট দিয়ে ঈদ উপলক্ষ্যে সোমবার থেকে বিনামূল্যে সন্দ্বীপ আসা-যাওয়া করতে পারবে।

চট্টগ্রাম থেকে আগামী ২৬, ২৭ ও ২৮ জুন তিনদিন এই কর্মসূচি চলবে। যাতে শিক্ষার্থীদের চট্টগ্রামের হালিশহর থেকে বাস যোগে সীতাকূন্ডের কুমিরা নেয়া হবে।কুমিরা থেকে নৌ পথে সন্দ্বীপের গুপ্তছড়া পৌছানো হবে। একই ভাবে ঈদের পরে ফিরতি যাত্রায় সন্দ্বীপের গুপ্তছড়া থেকে সীতাকূন্ডের কুমিরায় পৌছানো হবে।

এই সার্ভিস নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের স্ব- স্ব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় পত্রের তথ্য দিয়ে অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অফলাইনেও চট্টগ্রামের হালিশহরের নির্ধারিত দুটি ঠিকানায় রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রাখা হয়েছে।
শিক্ষার্থীদের জন্য এই বিনামূল্যে যাতায়াতের খরচ বহন করবে হিউম্যান ২৪।

রেজিষ্ট্রেশন সম্পন্ন করা শিক্ষার্থীদের নিয়ে ঈদ যাত্রার প্রথম দিন সোমবার সকাল আটটায় কুমিরা ঘাটের উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে হালিশহর থেকে। বাসে উঠার আগে শিক্ষার্থীদেরকে ট্রাভেল টোকেন দেয়া হবে।

এই কর্মসূচি সম্পর্কে হিউম্যান ২৪ এর প্রধান নির্বাহি সালেহ নোমান বলেন, সন্দ্বীপে যাতায়াত ব্যয় অত্যাধিক যা অনেক ক্ষেত্রে বহন করা অনেকের জন্য কষ্টকর হয়ে উঠে। এই কারণে শিক্ষার্থীদের সুবিধার্থে বিনামূল্যে ঈদ যাত্রার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থা নিয়ে যথাযথ কর্তৃপক্ষের মনযোগ আকৃষ্ট হবে বলে আমরা আশা করছি। একই সাথে শিক্ষার্থীরাও নিজ এলাকার যাতায়াত ব্যবস্থা সম্পর্কে সচেতন হবে।

কর্মসূচিতে সহযোগিতা করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মিজানুর রহমান ভূইয়া মিলটন এবং ব্যবসায়ী আফতাব খান অমি।
উল্লেখ্য, গত ঈদেুল ফিতরের সময় সন্দ্বীপের শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে যাতায়াত সেবা কর্মসূচি চালু হয়েছিল।আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে এই নিয়ে দ্বিতীয়বার কর্মসূচিটি নেয়া হলো।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি