ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

স্ত্রীকে নিয়ে কটূক্তি, ভাতিজার হাতে চাচা খুন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:০১, ২৬ জুন ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীকে নিয়ে অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদ করায় ভাতিজার ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা।

শনিবার (২৪ জুন) মধ্যরাতে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা স্টেশনে এ ঘটনা ঘটেছে বলে জানান চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার। 

নিহত আনোয়ার হোসেন (৪০) পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা উত্তর পাড়ার আবু তাহের লেদুর ছেলে। ভাতিজা মোহাম্মদ এনামুল হক নিহতের ভাই মোহাম্মদ আয়াজের ছেলে ।

স্থানীয়দের বরাতে পুলিশ পরিদর্শক বলেন, ‘আনোয়ার হোসেনের দুই স্ত্রী। ছয় মাস আগে তার এক স্ত্রীর সঙ্গে স্থানীয় নাছির উদ্দিন অসম্মানজনক আচরণ করেন। এ ঘটনার জেরে সালিশী বৈঠকের মাধ্যমে নাছিরকে ৬ হাজার টাকা জরিমানা করেন স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ। এ নিয়ে ভাতিজা এনামুল হকসহ স্থানীয় কয়েকজন প্রায়ই আনোয়ারকে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলতো।’

পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার বলেন, ‘শনিবার মধ্যরাতে দরবেশকাটা স্টেশনের একটি কামারের দোকানের সামনে এনামুলসহ আড্ডা দেওয়া কয়েক যুবক আনোয়ার হোসেনকে ব্যঙ্গাত্মক কথা বলে টিটকারি দেয়। এ সময় আনোয়ার প্রতিবাদ করলে যুবকরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে এনামুল কামার দোকান থেকে ছোরা নিয়ে উপর্যুপরি আঘাত করলে আনোয়ার গুরুতর আহত হন।’

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি