ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরে ঈদের নতুন পোশাক উপহার পেয়েছে এতিম শিশুরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ২৭ জুন ২০২৩

সরকারি শিশু পরিবারের ৮৫জন এতিম শিশুর হাতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নতুন পোশাক ও প্রসাধনী সামগ্রী উপহার দেয়া হয়েছে।

চাঁদপুর  শিশু পরিবার মাঠে সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে শিশুদের হাতে নতুন পোশাক ও প্রসাধনী সমাগ্রী তুলেদেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আবু নইম দুলাল পাটোয়ারী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত সুব্রত সরকারসহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নতুন পোশাক হাতে পেয়ে এতিম শিশুরা খুবই আনন্দিত হন।

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি