ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

বৃষ্টিতে দৌলতদিয়ায় বেড়েছে যাত্রী দুর্ভোগ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:০০, ২৮ জুন ২০২৩

রাজবাড়ীর দৌলতদিয়ায় বৃষ্টি উপেক্ষা করে দুর্ভোগে বাড়ি ফিরছে মানুষ, উপচেপড়া ভিড় দেখা গেছে ফেরি ও লঞ্চে। 

ভোর থেকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিকে উপেক্ষা করে শতশত যাত্রী ঈদ করতে ঘরে ফিরছে। সারাদিনের বৃষ্টি, কাদা পানির দুর্ভোগ পেরিয়েই পরিবারের সাথে ঈদ করতে যেতে হচ্ছে শত শত মানুষের।

তবে রাস্তায় বৃষ্টির কারণে বাস ও ছোট যানবাহন গুলোতে ভিজে ভিজে গন্তব্যে ফিরতে দুর্ভোগ ছিল চরমে।

যাত্রীরা বলেন, সারাদিনের বৃষ্টিতে ভিজে দুর্ভোগ পৌছেছে চরমে, তারপরও বাড়ি ফিরছেন তারা।

রাস্তায় নানা দুর্ভোগ মাথায় নিয়ে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন গন্তব্যে। শত কষ্ট হলেও বাড়ি ফিরতে পেরে আনন্দিত তারা।

বিআইডব্লিউটিসি'র ঘাট ব্যাবস্থাপক মো.সালাউদ্দিন জানান,বৃষ্টি হলেও কাল ঈদ নির্ধারিত হওয়ায় বাধ্য হয়েই মানুষ বাড়ি ফিরছে।

গত কয়েক দিনের চাইতে আজ ঘরমুখী মানুষের চাপ বেশি রয়েছে। এই চাপ শামাল দিতে ১৮ টি ফেরি চালু রয়েছে। চাপ বেশি থাকলেও যাত্রীদের পারাপারে কোন সমস্যা হবেনা বলে জানান তিনি।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি