ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দেশের বিভিন্ন জায়গায় সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ২৮ জুন ২০২৩

Ekushey Television Ltd.

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুর, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরগুনা, টাঙ্গাইল, শরিয়তপুর, বরিশালসহ বিভিন্ন জেলায় পবিত্র ঈদুল-আযহা উদযাপিত হচ্ছে। ঈদের জামাতে দেশের উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারাসহ ৬০ গ্রামে নামাজ আদায়ের পর পশু কোরবানি দিয়েছেন মুসল্লীরা।

বরিশাল বিভাগের ৭৩টি মসজিদে ঈদুল আজহার আগাম জামাত অনুষ্ঠিত হয়।

শরীয়তপুরের নড়িয়া, সখিপুর, ভেদরগঞ্জ, গোসাইরহাট ও সদরের ৩০টি গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ ঈদ জামাতে অংশ নেন।

লক্ষ্মীপুরে রামগঞ্জ, রায়পুর ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের সহস্রাধিক মুসল্লী ঈদুল আযহা উদযাপন করছেন।

দিনাজপুর সদরসহ বিভিন্ন উপজেলায় ঈদুল উল আযহা উদযাপন করা হচ্ছে। টাঙ্গাইলের দেলদুয়ারে শশীনাড়া গ্রামের ৩৬টি পরিবার ঈদ পালন করে। চাঁদপুরের ৫ উপজেলার প্রায় ৪০টি গ্রামে এবং জামালপুরের সরিষাবাড়ীর ১৬টি উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি