ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় দুই অটো রিকশা যাত্রী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ২৮ জুন ২০২৩

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে আজ বুধবার ট্রাক চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।

সকাল ১০টার দিকে  ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিক ভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এক নাম্বার বিহীন সিএনজি চালিত অটো রিকশা যাত্রী নিয়ে হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথিমধ্যে বুধন্তীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি ছিটকে সড়কে পাশে নালায় পড়ে। এ ঘটনা স্থলেই দুই ব্যক্তি নিহত হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ঘাতক ট্রাক ও সিএনজিটি পুলিশ হেফাজতে রয়েছে। ট্রাকের চালক-হেলপার পালিয়ে গেছে। নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ চলছে।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি