ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

একুশে টিভির সিএনই ড. অখিল পোদ্দারের মা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ২৮ জুন ২০২৩

একুশে টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ড. অখিল পোদ্দারের মা কমলা পোদ্দার

একুশে টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ড. অখিল পোদ্দারের মা কমলা পোদ্দার

একুশে টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ড. অখিল পোদ্দারের মা কমলা পোদ্দার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৪। আজ (বুধবার) সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়ার খোকসা উপজেলার বরইচারা গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

তাঁর বড় ছেলে পল্লী চিকিৎসক অসীম পোদ্দার জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তিনি নানান রোগে ভুগছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মামুন মাহতাব স্বপ্নীলের চিকিৎসা নিচ্ছিলেন তিনি। আজ সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। 

পারিবারিক সূত্র জানিয়েছে, আজ সন্ধ্যায় স্থানীয় ব্যাঙগাড়িয়া মহাশ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তাঁর ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

উল্লেখ্য, ১৯৫৭ সালের ৫ ফেব্রুয়ারি তৎকালীন ফরিদপুর জেলার রাজবাড়ী থানার বানিবহ গ্রামে তাঁর জন্ম হয়েছিল।তাঁর মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব, কুষ্টিয়ার খোকসা প্রেস ক্লাব, স্কুল অফ হিউম্যানিজম, সাধক আমদ আলী সাঁইজী সেবা সংঘ শোক জানিয়েছে।

আত্মার শান্তি কামনা করে যৌথ বিবৃতি দিয়েছেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব ডা. মামুন মাহতাব স্বপ্নীল। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক।

শোক জানিয়েছে শিল্পকলা একাডেমী- নিউ ইয়র্ক, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ-কুষ্টিয়া, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ঢাকার ভালানন্দগিরি আশ্রম ট্রাস্ট, সৃজনশীল লেখক সংঘসহ অন্যরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি