ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আবারও বাড়ছে সুনামগঞ্জের নদ-নদীর পানি, হাওরপাড়ে বন্যা আতঙ্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ২ জুলাই ২০২৩

কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় আবারও বাড়ছে সুনামগঞ্জের সবকটি নদ-নদীর পানি। বন্যা আতঙ্কে হাওরপাড়ের বাসিন্দারা।

বৃষ্টি ও ঢলে সুরমা, কুশিয়ারা, কালনী, বৌলাই, পাটলাই, যাদুকাটা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে শক্তিয়ারখলা পয়েন্টের ১০০ মিটার সড়ক ডুবে গেছে।

জেলা সদরের সাথে তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নৌকা দিয়ে পারাপার করার কারণে ভোগান্তি বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, ছাতক পয়েন্টে সুরমার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে এবং ষোলঘর পয়েন্টে বিপদসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি