ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

তেলবাহী জাহাজ বিস্ফোরণে নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ২ জুলাই ২০২৩

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি সাগর নন্দিনী-২ ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর জাহাজ থেকে জ্বালানি তেল সরিয়ে নেয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, জাহাজটির পেছনের অংশ ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। তাই দুর্ঘটনা কবলিত জাহাজ থেকে তেল অন্য জাহাজে অপসারণ করা হচ্ছে।

শনিবার রাতে ঝালকাঠি সদর ফায়ার স্টেশন অফিসার জানান, আগুন লাগার খবর পাওয়ার পর পরই ৫টি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস কর্মীদের দক্ষতার কারণে আগুন জাহাজের পেছনের অংশেই সীমাবদ্ধ ছিলো। ভেতরে ছড়াতে পারেনি।

ভেতরের ট্যাংকিতে ৭ লাখ লিটার পেট্রোল ও ৪ লাখ লিটার ডিজেল ছিল। সেক্ষেত্রে আরও বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো। এদিকে, দুর্ঘটনায় নিখোঁজ ৪ জনের এখনও সন্ধান মেলেনি। উদ্ধারে অভিযান চলছে। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি