ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের সাধারণ সভা অনুষ্ঠিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ২ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে সীতাকুণ্ড ডায়াবেটিস এন্ড জেনারেল হসপিটাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মাস্টার আবুল কাশেম এর সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক লায়ন মো.গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সাধারণ সভায় সম্মানিত ট্রাস্টিবৃন্দ সর্বসম্মতিতে সব এজেন্ডা পাস করেন। সীতাকুণ্ডের সুবিধাবঞ্চিত জনগণের শিক্ষা ও চিকিৎসায় সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন।

এজিএম এ উপস্থিত ছিলেন- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের পরিচালক প্রফেসর ড. মো. ফসিউল আলম, অতিরিক্ত সচিব আহমেদ শামীম আল রাজী, কর্নেল মোহাম্মদ ফখরুদ্দীন আহমেদ ভূঁইয়া পিএসসি, এডিশনাল ডিআইজি মুহাম্মদ মুসলিম, প্রফেসর ড. মো. শফিউল আলম, এরাবিয়ন এক্সচেঞ্জ কাতারের সিইও মো. নরুল কবির চৌধুরী, রবি আজিয়াটা লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমদ আরমান সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান মো. ইউসুফ শাহ্, ট্রেজারার খোরশেদ আলম , এস এম রেজাউল করিম বাহার চেয়ারম্যান, ননী গোপাল দেবনাথ, মোহাম্মদ বেলাল হোসেন, মো. শাহজাহান, নাছির উদ্দিন মানিক, মো. জসীম উদ্দিন, এড. মো. আবুল হাসান (শাহাব উদ্দিন), নুরুল আবছার চৌধুরী, মো. শহীদ উল্যাহ মানিক, আবুল বশর ভূঁইয়া, মুহাম্মদ নজরুল ইসলাম, এডিশনাল পিপি এড. ভবতোষ নাথ, ঢাকা শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা, সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. শাহরিয়ার আহমদ মিলন, সাধারণ সম্পাদক  মোহাম্মদ মনোয়ারুল হক এফসিএমএ, হাজী মোহাম্মদ মহিউদ্দিন, ফারুখ মোনাদীন চৌধুরী, মোঃ নুরুল বাশার জিলানী, জয়নুল আবেদীন চৌধুরী, মোহাম্মদ আকতার হোসেন মামুন, বীর মুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, এড. অমল চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. কামরুদ্দোজা, মোহাম্মদ মোস্তফা কামাল ভূঁইয়া, মোহাম্মদ নুর মোস্তফা ভূঁইয়া, সাব্বির আহমদ চৌধুরী, মোহাম্মদ আলিম উল্যাহ মুরাদ, হাছিনা বেগম, অধ্যাপিকা দেলোয়ারা বেগম পারুল, ডা.মানিক লাল দাশগুপ্ত প্রমুখ।

জুমে যুক্ত ছিলেন-আমেরিকা হতে অধ্যাপক মো. জানে আলম, ড.সুলতান এম. চৌধুরী, আইয়ুব আলী,অস্টেলিয়া হতে ইঞ্জিনিয়ার আবু তাহের, মক্কা হতে মো.কামাল উদ্দিন ভূইয়া, বি-বাড়ীয়া হতে অধ্যাপক ইউসুফ নবী, শিবপুর হতে ড. মো মনওয়ার সাগর প্রমুখ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি