ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হাওরে নৌকাডুবে ৩ ভাই-বোনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ২ জুলাই ২০২৩ | আপডেট: ১৬:২৬, ২ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

সুনামগঞ্জ সদর উপজেলার গোবিনপুরের দেখার হাওরে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোবিন্দপুর গ্রামের মাঝের বাড়ির সোহেল মিয়ার মেয়ে তন্নি (১২) তান্নী (৮) ও ছেলে রবিউল (৩)।

স্থানীয় ইউপি সদস্য মহিনুর জানান, শিশুদের বাড়ি হাওরের পাড়ে। শিশুদের মা-বাবা বাড়িতে না থাকায় এবং বাড়ির চারপাশে পানি চলে আসায় শিশুরা একটি নৌকা করে সড়কে আসতে গিয়ে হাওরের স্রোতে নৌকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশের গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি