ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পর্যটকদের পদচারণায় মুখরিত দেশের বিনোদন কেন্দ্রগুলো (ভিডিও)

সমর ইসলাম

প্রকাশিত : ১০:৪৫, ৩ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

ঈদ উদযাপনে এখনো মুখরিত দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র। চট্টগ্রামের ফয়’স লেক আর পতেঙ্গা সৈকত মুখর সব বয়সী মানুষের পদচারণায়। সাগরকন্যা কুয়াকাটা সৈকতেও পর্যটকদের ভিড়। 

চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্রে এখনও উৎসবের আমেজ। স্বজন-প্রিয়জনদের সঙ্গে আনন্দ উপভোগ করছেন বিনোদনপিপাসুরা। ফয়’স লেকের সি ওয়ার্ল্ড এবং কৃত্রিম ঝর্নায় জলকেলিতে মেতে উঠেন তারা।
 
পতেঙ্গা সমুদ্র সৈকতেও পর্যটকদের ভিড়। নানা বয়সী মানুষের পদচারণায় মুখর সৈকত চত্বর। 
 
কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক-দর্শনার্থীদের মিলন মেলা। ঈদের তৃতীয় দিন থেকে কানায় কানায় ভরে যায় সৈকত চত্বর।
 
সার্বিক নিরাপত্তায় রয়েছে ট্যুরিস্ট পুলিশ।
 
পদ্মাসেতু চালু হওয়ার পর থেকে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে কুয়াকাটা।
 
এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি