ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

সড়ক দুর্ঘটনায় ঈদের পরের তিনদিনে নিহত ৩৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ৪ জুলাই ২০২৩

ঈদের যাত্রা এবার খানিকটা স্বস্তিদায়ক হলেও সড়ক দুর্ঘটনা বেড়েছে বরাবরের মতোই। ঈদুল আজহার পরের তিনদিনে সারা দেশের সড়কে ৩৯ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ সময় আহত হয়েছেন আরো ১৪০ জন। তবে ঢাকা বিভাগে অন্যান্য সময়ের চেয়ে ঈদের পরের তিনদিনে তুলনামূলক কম দুর্ঘটনা ঘটেছে বলে বিআরটিএর প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে। 

বিআরটিএর তথ্য বলছে, ঈদের পরদিন অর্থাৎ ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সারা দেশে ৪৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা বিভাগে ঘটেছে ১২টি দুর্ঘটনা। এতে প্রাণ হারিয়েছেন ১০ জন। অন্যদিকে রাজশাহী বিভাগে আট দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। একইভাবে চট্টগ্রাম বিভাগে চার দুর্ঘটনায় পাঁচজন, রংপুর বিভাগে আট দুর্ঘটনায় সাতজন, খুলনা বিভাগে সাত দুর্ঘটনায় ছয়জন, ময়মনসিংহ বিভাগে পাঁচ দুর্ঘটনায় পাঁচজন ও বরিশাল বিভাগে একটি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে এ সময়ে দুটি দুর্ঘটনা ঘটলেও কারো প্রাণ ঝরেনি।

ঈদুল আজহার আগের পাঁচদিনে অর্থাৎ ২৪-২৮ জুন পর্যন্ত সারা দেশে মোট ৯০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে বিআরটিএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৬ জন। আহত হয়েছেন আরো ১১৮ জন। ওই সময়ে সবচেয়ে বেশি দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঢাকা বিভাগে। মোট ২৯টি দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৩৪ জন। আর দিন হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ২৭ জুন। ওইদিন ২৭টি দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানি হয়। আহত হন আরো ৪৪ জন।  

বিআরটিএর তথ্য বলছে, গত মে মাসে সারা দেশে ৪৮৩টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। এসব দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও ৬৪৯ জন আহত হন। অন্যদিকে এপ্রিলে ৪৭৬টি দুর্ঘটনায় প্রাণ হারান ৪৫৯ জন। আহত হয়েছিলেন আরো ৭০৫ জনের মতো।

এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় গতকাল হিমাচল পরিবহনের যাত্রীবাহী বাসচাপায় সাইদুল ইসলাম নামে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিক্রয় বিভাগের এক কর্মকর্তা নিহত হয়েছেন বলে আমাদের জেলা প্রতিনিধি জানিয়েছেন। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার ভুঁইগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাইদুল ইসলাম ১৩ বছর ধরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজে কর্মরত ছিলেন বলে সহকর্মীরা জানান। তার বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার জিওধারা গ্রামে। 

লক্ষ্মীপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোচালক রাতুল নিহত হয়েছেন। ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার হারুয়া গ্রামের আবদুর রহিমের ছেলে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি এবং মৃতদেহ পুলিশের হেফাজতে রয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছেন। নিহত রাতুলের গ্রামের বাড়িতে খবর দেয়া হয়েছে। 

মুন্সিগঞ্জের গজারিয়ায় এক শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মাহিন মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক আশিক। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামের রোমান মিয়ার ছেলে। 

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম বলেন, ‘মরদেহ ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। আমরা ট্রাকটি শনাক্তের চেষ্টা করছি।’

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি