ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাইমুদ্দিনের দাফন সম্পন্ন

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৫, ৪ জুলাই ২০২৩

রাষ্ট্রীয় মর্যাদায় যশোরের শার্শার বীর মুক্তিযোদ্ধা হাইমুদ্দিন (৮৫) এর দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ জোহর শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া কলোনীপাড়া ময়দানে জানাজা শেষে গ্রামের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন করা হয়েছে।

জানাজার আগে শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেন। এ সময় শার্শা থানার মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম, নিজামপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধারাসহ ওই গ্রামের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন তার মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে যান তাকে এক নজর দেখতে। এ সময় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি