ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

মায়ের সামনেই ইজিভ্যানে পিষ্ট ৪ বছরের শিশু

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৯, ৪ জুলাই ২০২৩

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় ইজিভ্যানে পিষ্ট হয়ে চার বছরের শিশু জান্নাতুল নিহত হয়েছে। 

সোমবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে সদর উপজেলার আগদিয়া পুরাতন হাটখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুল বিছালী গ্রামের দিনমজুর তোরাপ গাজী মেয়ে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে পুরাতন হাটখোলা এলাকায় শিশু জান্নাতুল রাস্তা পার হচ্ছিল। এ সময় মোটরসাইকেল ধাক্কা দিলে শিশুটি সড়কে চলাচলরত ইজিভ্যানের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। নড়াইল সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। 

দুর্ঘটনার সময় জান্নাতুলের মাসহ পরিবারের সদস্যরা সড়কের পাশের দোকানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করছিলেন। 

মায়ের সামনে শিশুকন্যার এমন মৃত্যুতে পরিবারসহ আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের মাঝে শোকের মাতম চলছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি