ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ৫ জুলাই ২০২৩

নবাগত পুলিশ সুপারের সাথে পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কর্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবাগত পুলিশ সুপার মো. সফিউর রহমান, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, সিনিয়র সাংবাদিক এডভোকেট মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, মো. মুনিরুজ্জামান নাসিম আলী, জিয়াউল আহসান, ফসিউল ইসলাম বাচ্চু, রশীদ আল মুনান সুজন, শিরিনা আফরোজ, হাবিবুর রহমান, হাসিবুল হাসান হাসিব।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) নাসিম এ গুলশান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন মোহাম্মদ আবীরসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্টনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক ও পিরোজপুর থেকে প্রকাশিত প্রত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি