ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

দুর্বৃত্তের ছুরিকাঘাতে রোহিঙ্গা নেতা খুন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ৬ জুলাই ২০২৩

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এবাদুল্লাহ (৪০) নামের এক সাব-মাঝি খুন হয়েছেন। 

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার কুতুপালংস্থ ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/৯ ব্লকে এ হত্যার ঘটনা ঘটে।  নিহত এবাদুল্লাহ ওই ব্লকের উপ-প্রধান বা সাব মাঝি।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এক সন্ত্রাসী ছুরিকাঘাতে এবাদুল্লাহকে হত্যা করে পালিয়ে গেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি