ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

পৌরসভা নির্বাচন

ভান্ডারিয়ায় আওয়ামী লীগের কর্মিসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ৬ জুলাই ২০২৩

পিরোজপুরের ভান্ডারিয়ায় আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারের পক্ষে কর্মিসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) বিকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের ছোট কানুয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে দুপুরে পৌরসভার শেখ কামাল অডিটোরিয়ামে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

আগামী ১৭ জুলাই পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভাগুলো অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, টুংগিপারা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তারিক জোমাদ্দার, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু।

এছাড়া উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, ছাত্রলীগের আহবায়ক রেদোয়ান সিকদার রিচান, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথী, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিনা ব্যাপারিসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয় করার পূর্ব পর্যন্ত কর্মীদের মাঠে থাকার আহবান জানান বক্তারা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি