ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী ততৃীয় জাহাজ বন্দরে 

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২১, ৬ জুলাই ২০২৩

বন্দরে ভিড়েছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী ততৃীয় জাহাজ। 

পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে নোঙ্গর করেছে এমভি জাদোর নামের একটি মাদার ভ্যাসেল।

বুধবার বিকেলে এ জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়।

বন্ধ তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি তৃতীয়
জাহাজ।

১৮৯ দশমিক ৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ দশমিক ২৫ মিটার প্রস্থের এ
জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিায়র বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে।

পানামা পতাকাবাহী জাহাজটি আজ বৃহস্পতিবার দুপুরে আউটারেজ থেকে ইনার এ্যাংকোরেজে নিয়ে আসা হয়েছে।

এটি ইনারে পৌঁছানোর পর পরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
কর্তৃপক্ষ।

এর আগে প্রায় ৭৮ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ ও
এ্যাথেনা নামের আরও দুটি জাহাজ বন্দরে আসে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি