ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত, নতুন এলাকা প্লাবিত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৬, ৮ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে নিচু অঞ্চলের নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। গত ২৪ ঘন্টায় নদীতে ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। 

পদ্মার পানি বাড়তে থাকায় বেড়িবাঁধের ভেতরে নিম্নাঞ্চলের মানুষের সমস্য বাড়ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন ফসলী জমি। পানির কারণে চাষিরা ফসলের ক্ষতির আশঙ্কা করছেন। 

গবাদি পশুর কাঁচা ঘাস তলিয়ে খাদ্য সংকটে পরেছেন খামারিরা।

ইতিমধ্যে ওই সব নিচু এলাকায় চলাচলের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নানা সমস্যা দেখা দিয়েছে এ অঞ্চলের মানুষের।  আবাদী ধান, পাট ও বিভিন্ন ধরনের ফসল নিয়ে পরেছেন বিপাকে। এসব এলাকার ফসলী জমি তলিয়ে গেলে মারাত্মক ক্ষতির মধ্যে পরবেন বলে জানান চাষিরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি