ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঝালকাঠি কারাগারে হাজতির রহস্যজনক মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ৮ জুলাই ২০২৩

ঝালকাঠিতে মো. রফিকুল ইসলাম ওরফে বিপ্লব ব্যাপারী নামে এক হাজতি আসামির রহস্যজনক মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল ৮টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে আনার পর ১১টায় তাকে মৃত ঘোষণা করা হয়।

আসামি রফিকুল ইসলাম বিপ্লব ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মৌলবীডাঙ্গী গ্রামের মৃত নূর ইসলাম ব্যাপারীর ছেলে। বিপ্লব গত ২৪ ফেব্রুয়ারি থেকে ঝালকাঠি সদর থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলার আসামি হিসেবে জেলা কারাগারে বন্দী ছিলেন।

ঝালকাঠি কারা তত্ত্বাবধায়ক (জেলার) মোহাম্মদ আখতার হোসেন শেখ জানান, আজ সকালে কারাগারে অবস্থানকালে আসামি বিপ্লব ব্যাপারী বুকে ব্যথা অনুভব করেন। এ সময় কারাগারের চিকিৎসক মো. হাবিবুর রহমান তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতাল প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। 

আসামির লাশ ঝালকাঠি সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেলার।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি