ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নরসিংদীতে কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ৯ জুলাই ২০২৩ | আপডেট: ১৪:৫৫, ৯ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

নরসিংদীর শিবপুরে পূর্বশত্রুতার জেরে কিশোরগ্যাংয়ের ছুড়িকাঘাতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

রোববার (৯ জুলাই) দুপুরে বন্যারবাজার তাতারকান্দী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কলেজ শিক্ষার্থী নাহিদ (১৮) উপজেলার হরিহরদী গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং তাতারকান্দী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরমফিলাপের জন্য কলেজে যায় নাহিদ। এসময় এলাকায় কিশোরগ্যাং হিসেবে পরিচিত দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলসহ অন্যরা তাকে ধাওয়া করে। দেশিয় অস্ত্র (চাপাতি) দিয়ে এলোপাতারি কোপানোর পাশাপাশি ডোবার পানিতে চুবিয়ে নাহিদকে হত্যা করে তারা। 

পরে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে নাহিদকে মৃত্যু করা হয়।

জানা যায়, ওই কিশোরগ্যাং সদস্যদের সঙ্গে স্কুলের একটি তুচ্ছ ঘটনা নিয়ে পূর্বশত্রুতা ছিল। এলাকায় কিশোরগ্যাং পরিচালনার পাশাপাশি স্থানীয় বাজার থেকে চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন জানান, পূর্বশত্রুতার জের ধরে কলেজছাত্রের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে। 

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি