ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মাকে নির্যাতন হতে দেখে পুত্রের হাতে পিতা খুন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ৯ জুলাই ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশে মাকে করা নির্যাতন সহ্য করতে না পেরে পুত্রের ধারালো অস্ত্রের আঘাতে পিতার মুত্যু হয়েছে। ঘটনার পর থেকেই ঘাতক ছেলে বাবু মণ্ডল পলাতক। এ নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত তোফাজ্জল হোসেন তোফা মণ্ডল (৫৪) বিন্নাবাড়ী গ্রামের মোঃ জমিন মণ্ডলের ছেলে। 
 
নিহতের পরিবার ও প্রতিবেশিরা জানান, তোফা মণ্ডল ও তার দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে টানাপরণ চলছিল । গত ৭ জুলাই শুক্রবার রাতে ছোট স্ত্রীর ঘর থেকে বড় স্ত্রী রেজদা খাতুনের ঘরে রাত্রি যাপনের জন্য গেলে দু' জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । এক পর্যায় স্বামী রাগ করে স্ত্রী রেজদা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে পায়ে আঘাত করে। 

তখন সে চিৎকার দিলে ছেলে বাবু মণ্ডল শাকিল (১৮) এগিয়ে আসে। মায়ের শরীরে রক্তক্ষরণ দেখে সে পিতার পেটে ওই অস্ত্র দিয়েই ২-৩টা আঘাত করে। তখন তোফা মণ্ডলকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শনিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। লাশ মর্গে পাঠানো হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি