ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে দুই গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৯, ৯ জুলাই ২০২৩

বিস্ফোরক জাতীয় দ্রব্য গ্যাস সিলিন্ডার মজুদ রাখার শর্ত ভঙ্গের কারণে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৯ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানি পৃথক দুটি অভিযানে এ জরিমানা আদায় করেন।

ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানি জানান, বিস্ফোরক জাতীয় দ্রব্য গ্যাস সিলিন্ডার মজুদ রাখার শর্ত না মানায় বিস্ফোরক জাতীয় দ্রব্য আইন ১৮৮৪ ধারা অনুযায়ী মেহেরপুর লর্ড মার্কেটের যমুনা ডিলার সবুজকে ১০ হাজার এবং কাশ্বব পাড়ার  আগরওয়াল এন্টারপ্রাইজ নামক ডিলারের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি