ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

কুমিরা ঘাটের ঘটনায় নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি জাসদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ৯ জুলাই ২০২৩

চট্টগ্রামের কুমিরা ঘাটে যাত্রীর ওপর হামলা ও গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। একই সঙ্গে এ ঘটনায় হওয়া মামলা থেকে আসামিদের অব্যাহতি দেওয়ার দাবিও জানানো হয়েছে। শুক্রবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে সীতাকুন্ড প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়।

সম্মেলনে বলা হয়, ঈদের ছুটিতে বাড়ি ফিরতে গত ২৯ জুন কুমিরা ঘাটে জড়ো হয় যাত্রীরা। ওই দিন বৈরী আবহাওয়ার কথা বলে স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। তখন গন্তব্যে পৌঁছাতে জাহাজের ওপর পুরোপুরি নির্ভর হয়ে পড়ে ঘরমুখো মানুষ। তবে পূর্ব ঘোষণা ছাড়াই জাহাজে ওই দিন মাত্র একটি ট্রিপে যাত্রী পরিবহন করা হয়। যদিও অন্য সময় দিনে দুই ট্রিপ জাহাজ চলাচল করে থাকে।

যাত্রীদের বলা হয় ওই দিন ৩ নম্বর সতর্কসংকেত ছিল। যদিও ওই সংকেত ছিল বর্ষাকালীন আবহাওয়ার। পূর্ব ঘোষণা ছাড়া জাহাজের ট্রিপ বন্ধ থাকায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। কিছু যাত্রীকে মারধর করা হয় এবং ৯ জনকে আটক করা হয়।

বিষয়টি নিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রশাসনের সঙ্গে কথা বলেন। তখন আশ্বস্ত করা হয়েছিল, আটক ৯ জনকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু পরে অতি উৎসাহী কিছু কর্মকর্তার মামলার কারণে তা হয়নি। পরে আটক ব্যক্তিদের জামিনও নাকচ করেন আদালত।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে যোগাযোগমন্ত্রী ও নৌপরিবহনমন্ত্রী ঈদের এক মাস আগ থেকে মানুষের নিরাপদে যাতায়াতের জন্য কাজ করে যাচ্ছেন। সেখানে এ ধরনের ঘটনা কীভাবে ঘটল। আমরা তদন্ত করে প্রকৃত দোষীদের বের করার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি।

সম্মেলনে চারটি দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো-

* আটক ৯ জনকে মামলা থেকে অব্যাহতি দিতে হবে। 

* সাধারণ সময়ে সন্দ্বীপে জাহাজের দিনে দুটি ট্রিপ এবং ঈদ ও অন্যান্য উৎসবে দিনে তিনটি ট্রিপ চালু রাখতে হবে। সাধারণ ট্রিপ একটা সদরঘাট টু গুপ্তছড়া ও অন্যটি গুপ্তছড়া টু কুমিরা দিতে হবে।

* সন্দ্বীপের পশ্চিম অংশে ওঠানামার জন্য সি-ট্র্যাক ফের চালু করতে হবে। 

* এই অঞ্চলকে একটি নৌবন্দর হিসেবে ঘোষণা করতে হবে।

এসময় লিখিত বক্তব্য পেশ করেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু। জাসদ উত্তর জেলা সাধারণ সম্পাদক আহমেদ হোসেন নিজামীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সন্দ্বীপ সন্তান নুরুল আকতার। এতে বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, নিরাপদ নৌ যোগাযোগ আন্দোলন এর সাধারণ সম্পাদক আমিনুর রসুল বাবুল, মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মফিজুর রহমান বাবুল, জাসদ ঢাকা মহানগর পশ্চিমের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজা, স্থানীয় নেতৃবৃন্দ সহ নেতৃবৃন্দ।
কেআই///


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি