ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাস-সিএনজি সংঘর্ষে পিতা-পুত্র নিহত, স্ত্রীসহ ৩ সন্তান আহত

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৭, ১০ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে বাস-সিএনজি সংঘর্ষে পিতা-পুত্র নিহত এবং স্ত্রী ও ৩ সন্তানসহ ৫ জন আহত হয়েছেন।

সাকুয়া বাজার নামক স্থানে রোববার বিকালে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার শাহবাজপুর উপজেলার কামারউড়া গ্রামের আমজাদ ফকিরের পুত্র আবুল হাশেম ওরফে আলাউদ্দিন (৪৫) তার স্ত্রী ও ২ ছেলে ২ মেয়েকে নিয়ে ময়মনসিংহ থেকে সিএনজিযোগে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় খালু শ্বশুরের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

সিএনজিটি বিকাল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজারের সন্নিকটে পৌঁছুলে নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়। 

ঘটনাস্থলেই ছেলে বনি আমিন (১২) নিহত ও অন্য যাত্রীরা মারাত্মক আহত হন। 

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পিতা আবুল হাশেম ওরফে আলাউদ্দিন মারা যান। 

আহত স্ত্রী রুবিয়া আক্তার (৪০), মেয়ে আয়েশা আক্তার (১৪), ছেলে আদম আলী (৮) ও ছোট মেয়ে ফাতেমা আক্তারকে (২) হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। 

আহত সিএনজি চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে নাম রেজিষ্ট্রি না করেই পালিয়ে যায়।

এ ব্যাপারে নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুঘর্টনা কবলিত বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি