ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বরগুনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩২, ১০ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

বরগুনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাতে জেলা ডিবি পুলিশের ওসি বশির আলমের নেতৃত্বে এসআই জ্ঞান কুমার দাসসহ সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় এই মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।

বরগুনা জেলা ডিবি পুলিশের ওসি বশির আলম বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া ব্রীজের উপর দুইজনকে সন্দেহ হলে তল্লাশি করে তুহিন হাওলাদারের কাছে ১শ’ পিস ইয়াবা এবং অলি উল্লাহর কাছে ১শ’ পিস মোট ২শ’ পিস ইয়াবা পাওয়া যায়। 

তিনি আরও বলেন, কালিরতবক গ্রামের মৃত নান্না মিয়ার ছেলে তুহিন হাওলাদার এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে অলি উল্লাহ দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল। এদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করবে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি