ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে ধর্ষণের মামলায় ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৬, ১০ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

নাটোরে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মিজানুর রহমান (৩১) নামে পুলিশের এক ভুয়া কর্মকর্তাকে গ্রেফতার করেছে র‌্যাব। 

রোববার রাতে লালপুর উপজেলার গোপালপুরের দাইড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাবের একটি দল। গ্রেফতারকৃত মিজানুর রহমান বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈর গ্রামের মৃত আফছার সরকারের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে ভিকটিমের সঙ্গে পরিচয় মিজানুর রহমানের। সে ফেসবুক আইডিতে পুলিশের ছবি আপলোড করে নিজেকে পুলিশ সাব-ইন্সপেক্টরের পরিচয় দিত। ম্যাসেঞ্জারে কথাবার্তা বলার সময় সে বিশ্বাস জমিয়ে কৌশলে ভিকটিমের কিছু গোপন ছবি সংগ্রহ করে শারীরীক সম্পর্কের প্রস্তাব দেয়। ওই কুপ্রস্তাবে ভিকটিম রাজি হয়না। 

এসময় সে গোপন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ভিকটিমের কাছে থেকে বিভিন্ন সময় এবং বিভিন্ন মাধ্যমে এক লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।

পরে মিজানুর রহমান তার ধারণকৃত গোপন ছবি ফিরিয়ে দেয়ার কথা বলে ১২ মে ভিকটিমের বাড়িতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং তার কাছে থেকে ৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয়। 

পরবর্তীতে গোপন ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে দু’দফায় ভিকটিমের কাছে থেকে আরও ৩৩ হাজার টাকা হাতিয়ে নেয় সে। এরপরও বিভিন্ন সময় টাকা দাবি করতে থাকলে ভিকটিম নিজে বাদি হয়ে তার বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

এজাহার দায়ের করার পর হতে আসামি মোঃ মিজানুর রহমান গ্রেফতার এড়াতে ছদ্মবেশ ধারণ করে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে আত্মগোপনে চলে যায়। 

বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে লালপুর উপজেলার গোপালপুরের দাইড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক মিজানকে গ্রেফতার করে র‌্যাব। 

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্ষণ ও প্রতারণাপূর্বক ছদ্দবেশ ধারণ করতঃ পলাতক আসামি মিজানুর রহমানকে নাটোর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি