ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

পিবিআইয়ের জালে ধরা পড়লো ৬ প্রতারক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫২, ১১ জুলাই ২০২৩ | আপডেট: ১০:৫৩, ১১ জুলাই ২০২৩

সিরাজগঞ্জে পিবিআই পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার  সন্দেহভাজন ৬ জনকে আটক করে পিবিআই।

আটককৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদ নগর বেপারীপাড়ার আব্দুল মজিদের ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৯), টুকরা ছোনগাছার মফিজ উদ্দিনের ছেলে ইব্রাহীম মোন্নাফ (২৫), ছোনগাছা দক্ষিণের লুৎফর চৌধুরীর ছেলে  ইকবাল চৌধুরী বাবু, চিলগাছার মোজাহার আলীর ছেলেসাগর আলী শহিদুল (৪০), চিলগাছার নুরুল ইসলামের ছেলে বাবু মিয়া (৩২) ও দত্তবাড়ী এলাকার রফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন (৩৭)। 

পিবিআইয়ের পুলিশ সুপার রেজাউল করিম জানান, সিরাজগঞ্জে সদর উপজেলার খোড়ারগাঁতী গ্রামের কৃষক আমজাদ শেখের রাড়িতে চলতি বছরের ২ জানুয়ারি রাত ২টার দিকে মুখে মাফলার পেচিয়ে ৬ জন লোক বাড়িতে প্রবেশ করেন। এসময় তারা পিবিআই পুলিশের পরিচয় দিয়ে আমজাদ শেখ মাদক ব্যবসায়ী উল্লেখ করে ভয়ভীতি দেখিয়ে নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। 

এরপর আবারও একইভাবে তার কাছ থেকে আরেও ১০ হাজার টাকা ও ১০ আনা সোনা নিয়ে যায়। 

এসময় বাদীর ছোট ভাই ও বড় ভাই আক্তার শেখের স্ত্রী বাঁধা দিলে তারা পিবিআই পুলিশের ঠিকানা ও সরকারি মনোগ্রাম খাম ও তাদের দুইজন এসআই পরিচয় দিয়ে আসেন। 

পরে এঘটনায়  কৃষক আমজাদ শেখ সিরাজগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

এরপর পিবিআই পুলিশ ছায়া তদন্ত শুরু করে। এরই এক পর্যায়ে সোমবার সকালে তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন ৬ জনকে আটক করে পিবিআই। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করে তারা। 

এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, পিবিআইয়ের প্যাড ও একটি ট্যাব উদ্ধার করে পিবিআই।

পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় তারা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি