ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে ভিড়লো পঞ্চম জাহাজ

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৩, ১১ জুলাই ২০২৩

কলাপাড়া পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে এমভি সাগর কান্তা নামের একটি মাদার ভ্যাসেল। 

আজ মঙ্গলবার সকালে এ জাহাজটি বন্দরের ইনারে নিয়ে আসা হয়। এর আগে সোমবার বিকালে এ জাহাজটি ৩৭ হাজার ১৩৩ মেট্রিকটন কয়লা নিয়ে বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। 

গত এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এ জাহাজটি ছেড়ে আসে। 

বর্তমানে চলছে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম। 

সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটির দৈর্ঘ্য ১৯৯.৯৮ ও প্রস্থ ৩২.২৬ মিটার। বন্ধ তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি পঞ্চম জাহাজ। ৫টি জাহাজে প্রায় ১ লাখ ৯০ হাজার মেট্রিক টন কয়লা এসেছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি