ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

কালিহাতীতে ট্রাক চাপায় ২ সিএনজি আরোহী নিহত 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৮, ১১ জুলাই ২০২৩

টাঙ্গাইল-ভূঞাপুর আঞ্চলিক সড়কের কালিহাতী উপজেলার নগরবাড়ি এলাকায় ট্রাকের চাপায় দুই সিএনজি আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন সাইফুল ইসলাম (৩২)। তিনি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুর বাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুল হক জানান, ভূঞাপুর থেকে ছেড়ে আসা ইট ভর্তি একটি ট্রাক টাঙ্গাইল-ভূঞাপুর আঞ্চলিক সড়কের কালিহাতী উপজেলার নগরবাড়ি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি