ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ৪৮২ টন মেশিনারিজ নিয়ে মোংলায় বিদেশী জাহাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৮, ১১ জুলাই ২০২৩ | আপডেট: ২৩:৪৯, ১১ জুলাই ২০২৩

পাবনার  রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৮২ দশমিক ৮৮২ মেট্রিক টন মেশিনারি নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি মার্গারেট।

আজ মঙ্গলবার বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি। সন্ধ্যা থেকে জাহাজের পন্য খালাস কাজ শুরু হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে সকল পন্য খালাস শেষ হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার সাধন কুমার চক্রবর্তী।

গত ৬ জুন রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি। জাহাজটিতে বিভিন্ন ধরণের ইলেক্ট্রিক্যাল সামগ্রী ও মেশিনারি রয়েছে।

শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার সাধন কুমার চক্রবর্তী বলেন, খালাস শেষে মেশিনারিগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হবে।

এর আগে ২ জুলাই রাশিয়া এমভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান জাহাজ সরাসরি রাশিয়া থেকে ওই বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি