ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

পাওনা টাকা চাওয়ায় কলাচাষীকে পিটিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৩, ১২ জুলাই ২০২৩ | আপডেট: ১০:৪৪, ১২ জুলাই ২০২৩

নিহতের স্বজনদের আহাজারি

নিহতের স্বজনদের আহাজারি

নাটোরে পাওনা টাকা চাওয়ায় মোঃ কালাম (৪০) নামে এক কলাচাষীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার সকাল ৭টার দিকে সদর উপজেলার কাফুরিয়া বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পাওনা টাকা চাওয়ায় কালামকে প্রতিপক্ষ কামাল হোসেন প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে বলে এলাকাবাসী জানায়। নিহত কালাম কাফুরিয়া গ্রামের রিফিউজি পাড়া এলাকার আব্দুর রাজ্জাক কানুর ছেলে। অভিযুক্ত কামাল হোসেন একই গ্রামের পশ্চিম পাড়া এলাকার শুকচানের ছেলে।        

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রমজান মাসে কাফুরিয়া বাজারের কলা ব্যবসায়ী কামাল হোসেন একই এলাকার দরিদ্র কলাচাষী মোঃ কালামের কাছ থেকে ২ লাখ টাকার কলা কিনেন। কলা কেনার পর থেকেই কামাল হোসেন টাকা পরিশোধ করতে নানা টালবাহানা শুরু করেন। 

আজ বুধবার সকাল ৭টার দিকে কামালের সঙ্গে দেখা হলে কালাম তার পাওনা টাকা চান। এনিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এসময় কামাল হোসেন পাশে খড়ির আড়ত থেকে একটা মোটা ডাল হাতে নিয়ে কলাচাষী কালামকে মারপিট করতে থাকেন, এক পর্যায়ে কালাম ঘটনাস্থলেই মারা যান। 

এসময় উপস্থিত লোকজন এগিয়ে এলে কামাল হোসেন দৌড়ে পালিয়ে যায়। 

নাটোর সদর থানায় ওসি নাছিম আহমেদ কলাচাষীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি