ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে মাইক্রোবাস চাপায় সাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৪, ১২ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

নাটোরে মাইক্রেবাসের চাপায় ছালামত আলী (৭২) নামে বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়। 

বুধবার নাটোর-ঢাকা-পাবনা মহাড়কের সৈয়দের মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ছালামত সদর উপজেলার আটঘরিয়া গ্রামের মৃত ছাবের আলীর ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ান জানান, বুধবার বেলা বারোটার দিকে সালামত আলী বাইসাইকেল যোগে নিজ বাড়ি আটঘরিয়া থেকে হযরতপুরের দিকে যাচ্ছিলেন। গ্রামীণ সড়ক থেকে প্রধান সড়কে ওঠার সময় নাটোরগামী একটি মাইক্রোবাস তাকে সহ বাইসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছালামত মারা যায়। 

এসময় হাইওয়ে পুলিশ মাইক্রোবাসটি জব্দ সহ চালক জয়নাল আবেদীনকে আটক করে। আটক মাইক্রো চালক জয়নাল আবেদীন গুরুদাসপুর উপজেলার আগপুরুলিয়া গ্রামের ফইমুদ্দিনের ছেলে। পরে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি