ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ৩৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৫, ১২ জুলাই ২০২৩ | আপডেট: ১৭:৫৫, ১২ জুলাই ২০২৩

সিরাজগঞ্জে যৌথ অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দুপুরে শহরের এসএস রোডের বিভিন্ন কসমেটিকের দোকান, কাঁচা বাজার ও মাংসের দোকানে অভিযান চালিয়ে জেলা প্রশাসকের সহকারী কমিশনার রিদওয়ান রাফি এ জরিমানা করেন। 

এসয়ম আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিএসটিআই ফিল্ড অফিসার সাখাওয়াত হোসেন ও উপজেলা মার্কেটিং অফিসার আইয়ুব আলী। 

এসময় এস এস রোডের মাসুদ রানার কোয়ালিটি ষ্টোর, সোমা ষ্টোর, ভাই ভাই মুরগীর দোকান সহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিএসটিআই অনুমোদন বিহীন পণ্যের জন্য ও অতিরিক্ত দামে মাংস বিক্রয়ের জন্য মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বেশ কিছু দোকানদারকে সতর্ক করা হয়। 

যৌথ অভিযানের প্রধান জেলা প্রশাসকের সহকারী কমিশনার রিদওয়ান রাফি বলেন, শহরের বেশ কিছু কসমেটিকের দোকান ঘুরে দেখা যায় সেখানে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের কসমেটিক বিক্রি করছেন দোকানদাররা। যেটা আইনত অপরাধ। এছাড়াও বাজারের বেশকিছু মুরগির দোকান ঘুরে দেখা যায় অতিরিক্ত দামে সেখানে মুরগির বিক্রয় করা হচ্ছে। যে কারণে তাদেরকে জরিমানার আওতায় আনা হয়েছে। 

তিনি ক্রেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, অনুমোদনবিহীন পণ্য কেনা থেকে আপনারা বিরত থাকুন।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি