ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০২, ১২ জুলাই ২০২৩

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আক্কাছ আলী তালুকদার (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আক্কাছ আলী দোহার উপজেলার মধ্য লটাখোলা গ্রামের মৃত রহম আলী তালুকদারের ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ সদরের নিমতলা কালি মন্দিরের সামনে রাস্তা পারাপারের সময় আক্কাছ আলীকে একটি ব্যাটারি চালিত অটো রিক্সা ধাক্কা দিলে সটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক সনজিৎ কুমার ঘোষ জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি