ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৫, ১২ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ড ভ্যানের ধাক্কায় আমান উল্লাহ ও শিশির নামে মোটরসাইকেল আরোহি দুই যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেলে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। তাদের মধ্যে আমানুল্লাহর বাড়ি পূর্ব কেওঢালা এলাকায় এবং শিশির মিয়া জাঙ্গাল এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, মোটরসাইকেলে চড়ে এই দুই যুবক মদনপুর থেকে জাঙ্গালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কেওঢালা এলাকায় পেছন থেকে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল উল্টে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেফতারের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি