ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ১৩ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

ভোলায় একটি সিএনজি থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। 

বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. এম হাসান মেহেদী। 

আটককৃতরা হলেন নোয়াখালী জেলার সেনবাগ এলাকার মোঃ ইউনুছ ও তার স্ত্রী আসমা বেগম । এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, ২শ’ গ্রাম গাঁজা, সই করা তিনটি ব্লাক চেক, তিনটি এটিএম কার্ড, ৪টি মোবাইল ফোন ও ৮টি সিম কার্ড জব্দ করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলার বাংলাবাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে অভিযান পরিচালনা করে। এসময় চরফ্যাশনের আঞ্জুরহাট থেকে আসা ভোলার ইলিশাগামী একটি সিএনজিতে তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা ও স‌ই করা চেক ব‌ইসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এর দায় স্বীকার করেন। রাতেই ভোলা মডেল থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি